Friday, May 2, 2025


 

অযোগ্য 

মহঃ সানোয়ার 

ঝরে যাওয়া নিমফুল 
সময়ের কাল স্রোতে ভেসে যাওয়া
বর্তমান ও ভবিষ্যতের আর্তনাদ। 
যারা বঞ্চিত, যারা পীড়িত
তারা সবাই কি অযোগ্য?

এতগুলো বছর যারা
সমাজের চোখে সম্মান
নিয়ে বেঁচে ছিল, হঠাৎ করে
তাদের ধুলোর সাথে মিশিয়ে দিলো।

মানুষ কি শুধুই খেলনা ? 
মধ্যবিত্ত মানুষের জীবনের কোন দাম নেই ?
রাজনীতির নোংরা কূটনীতির
বেঁড়াজালে বন্দী ছাব্বিশ হাজার শিক্ষকের জীবন!

No comments:

Post a Comment