Friday, May 2, 2025



আমি সাতষট্টি কোটির কেউ নই 

উৎপলেন্দু পাল  



আমি সাতষট্টি কোটির কেউ নই 
নরকের দ্বারে যে দেখা হবে বাকিদের সাথে আমি নিশ্চিত  
যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে 
আবার চুরাশি লক্ষ যোণি পরিভ্রমণ শেষ করে কোনো একদিন 
হয়তো এসে দাঁড়াবো প্রয়াগ সঙ্গমে 
হয়তো দেখা হয়ে যাবে এ জন্মের অবশিষ্ট কোনো পরিচিত মুখের 
আবার ভিড় বাড়াবো মোক্ষ প্রত্যাশায় 
তখন কত কোটির পেছনে লাইনে দাঁড়াবো কে জানে 
যদি একখানা ডুব দেওয়া হয়ে যায় 
স্বর্গের দ্বারে নিশ্চিত দেখা হবে এবারের সাতষট্টি কোটি মুখেদের সাথে। 

No comments:

Post a Comment