শুভ নববর্ষ
অমিতাভ চক্রবর্ত্তী (অমিত আভা)
পহেলা বৈশাখে নবপজ্ঞিকা হাতে
ছুটছেন পুরোহিত,
তার হাতেই একুশ শতকের ভাগ্যরেখা;
নিরাপত্তাহীন মেধার শরীরে জন্মাচ্ছে কালো ছত্রাক,
অনিশ্চয়তার নীতির নয়া মোড়ক;
চিৎকার, রাগ, অভিমান সব মুছে গিয়ে
শুধু পড়ে আছে ভয়;
ক্ষমতার আস্ফালনে নিশ্চিহ্ন মানবতার শিশু;
একে একে নিভছে আলো……
তবুও চৈত্র সেলের বাজারে শুভ নববর্ষ।
No comments:
Post a Comment