Friday, May 2, 2025


 

রবি ঠাকুর

মাথুর দাস


রবি ঠাকুরের গানের সাথে

ঝিংকা ঝিকা নাচ,

হুল্লা হুলু আওয়াজ তুলে

ভঙ্গিমা কী ধাঁচ !


পর্দা ফাটে কানগুলির, আর

জর্দা খাওয়া ঠোঁটে

রবি ঠাকুরের গানের কলি

বিকৃতিতে ফোটে ।


এই তো এখন সংস্কৃতি আজ,

ইতি রবিয়ানার,

শুধু বাণিজ্যটি তাঁকে নিয়েই,

দিন গিয়েছে জানার ।

No comments:

Post a Comment