তোমার হাতে
মোহিত ব্যাপারী
তোমার চোখে প্রভাতবেলার সূর্য হাসে।
তোমার কন্ঠে প্রভাতফেরির সুর বাজে।
তোমার হাতে কান্না হাসির জাদু আছে।
তোমার হাতেই আমার সুখী জীবন সাজে।
রোদ বৃষ্টি ঝড় বাদলে যুঝছে জীবন,
শুকনো পাতায় যেমন বাতাস লাগে।
চোখ যখন বুজে আসে ধুলোর ঝড়ে
তখনও তুমি একলা দাঁড়িয়ে আমার পাশে।
পদ্ম যেমন পাঁকের গভীর থেকে মাথা তোলে
ফুল ফোটায় সে স্বচ্ছ জলে,
তেমনি তুমি জীবনটাকে সাজিয়ে দিলে
অনেক যুগের ধুলো ঝেড়ে।
এই জীবনের হাল ধরেছ
পাগলা ঝোরার পথ এঁকেছ।
তোমার চোখে স্বপ্ন আঁকা তারার মেলা।
তোমার ঠোঁটে ছবি আঁকে অস্তরাগের গোধূলিবেলা।
No comments:
Post a Comment