Friday, May 2, 2025


 

ভালো থেকো

মিষ্টু সরকার


নেই-এর মাঝে আছে যতো আপন ;
তাকে নিয়েই থাকুক ভালো জীবন । 
নতুন ভোর নতুন সূর্য - চাঁদ ,
দিনশেষে বলে ভালো থাক ।
এ জীবন সুখ - দুঃখের ঘড়ঘড়া ,
নিশ্বাস আসে প্রশ্বাস যায় ছাড়া ।
ছাড়াছাড়ি বড়ই যেনো আপন 
ফেরার টানেই যেনো ছোটে জীবন 
ভালো আছি ! ভালো থাকার রণ ;
জীবন মানে, ভালো থাকার পন ।
গেছে যেদিন সেদিন ছিল ভালো, 
আগামীর পথে জোনাক জ্বেলে দিও।
থাকবো ভালো জীবন যেনো জল 
কচুর পাতা; হেমন্তে টলটল 
খুঁজতে থাকি অমল ভোরের তল, 
পায়ের গোছায় শিশির ধোয়া জল ।
যে পথ গেছে আলের রেখা বেয়ে 
অঘ্রাণে ধান মরশুমী নাম নিয়ে
কণায় কণায় লেখা জীবন পাত 
নবান্ন নাম আশার উৎসব ।
বিপরীতস্রোতে ভেসে চলে যায় যারা !
অলক্ষে ভাবি ! ওরা কি লক্ষ্য হারা?
এ জীবন ততোটা উপলক্ষের নয়
স্থির লক্ষ্যে অর্জুন মুখী হয় !
স্রোতের তোড়ে ভাসিয়ে দিলাম তরী
সুরের নাড়া বাঁধা সে দরবারী 
ভূমিকা আছিলায় পাওয়া জীবনটুকু ,
খুদকুঁড়ো হয়ে গাঁটছড়া বাঁধা শুধু ।
জয়তু জীবন ! ভবতু জীবন !
জীবনের হোক জয় !
হও জীবন রথের সারথী 
আজ নিজেকে  করো জয় ।।

No comments:

Post a Comment