Friday, May 2, 2025




কালনাগের ছোবল

রণজিৎ কুমার মুখার্জি 


বাংলার কথা ভাবলে 

ইচ্ছে করে মুখ অন্ধকারে লুকোতে ,
কারণ কবে থেকে শুরু হয়েছে 
ধ্বংসের ছন্দে পেট ভরানো বসন্ত উৎসব ।

হায়রে অতীশ ,দীপঙ্কর ,খনা ,বরাহ 
আর্যভট্ট ,মিহির ,বিবেকানন্দের সোনার বাংলা, সব অহংকার আজ চূর্ণ-বিচূর্ণ ,
বঙ্গোপসাগরের তলায় ।

কাকে বলি এ লজ্জার কথা ?
কাল নাগের ছোবল খেতে খেতে,
আকন্ঠ বিষ পান করতে করতে 
আমরা আজ নীলকন্ঠ হয়ে গেছি ।

কাউকে হিন্দিতে বলবো ?
ইয়ে মেরা বংগাল অচ্ছা হায়?
সব আদমি ধোওয়া তুল্ সী পাতা ?

আজ আঠাত্তরের দরজায় দাঁড়িয়ে 
আত্মহত্যার স্পৃহা জাগে মনে,
 এত দুর্নীতিতে ভর্তি হয়ে যাবে
আমার বাংলা মায়ের আঁচল, ভাবিনি মাগো।

No comments:

Post a Comment