দশক ঘুরে
জুলি আখতরী
খুব বেশি নয়,
এক দশক'ই হবে!
মনে পরে খুব বছরের শেষ দিন।
কত তোড়জোড় আরম্বরহীন ।
নতুন কিংবা পুরানো পোশাক-আশাক।
বিকেলের সেই দল বেঁধে তোলা শাক।
গামছা কোমরে জড়িয়ে পরিপাটি ।
বেজোড় সংখ্যায় শাক তুলি আঁটি আঁটি।
তুলে ফিরতাম বাড়ির আনাচে কানায়।
কাকা দাদুদের যত্নে লালিত মাচায়।
নরম হাতে ডাল কুঁড়ি সব ছিঁড়ি
নাম না জানা কতনা গাছের কুঁড়ি।
মাঠের পরে ছড়িয়ে থাকা গাছগাছালি ।
মনে পরে আজও দুহাত ভরে নেয় তুলি।
শাসন বারন ছিলনা তেমন খুব বেশি।
গাছের পাতা যে যার মতো নেয় খুশি।
দশক ঘুরে অন্য রকম রূপের বাহার ।
যে যার জমি আগলে রাখে গড়ছে পাহাড়।
মাচার ডগায় ঝুলছে বড়ো লোহার তালা।
ঘেষলে কাছে পাহাড়াদারের খুব জ্বালা।
মা এখন আর রাঁধে না সেই শাক।
গরম ভাতে পান্তা ভাতের আশ।
সবাই এখন যে যার মতো করে।
নতুন বছর আরম্ভর ভরে।
গায়ে নতুন জামা জুতোর রেশ।
দেখতে লাগে সবাইকে বেশ।
No comments:
Post a Comment