বৈশাখী উৎসব
মজনু মিয়া
তরু পল্লবে সবুজ কচি পাতার সমারোহ
নববর্ষের নয়া বৃষ্টি ধারায় সবুজাভ ধরা,
স্মৃতির পাতায় বৈশাখ আমার খেলা করে
পাতার বাঁশি টমটম নাগরদোলাতে চড়া।
মাঠে ঘাটে হাঁটে বৈশাখী মেলা বসে বিস্তর
হাতি ঘোড়া মুখোশ পরে আলোর নাচন,
আনন্দ আমোদে মেতে উৎসব কলরবে
বৈশাখী সাজে মানুষের জনজীবন বাঁচন।
No comments:
Post a Comment