মুখোশের ভিড়
প্রতিভা পাল
(১)
অবাঞ্ছিত জন্মদাগের মতো কিছু অতীত, কারণ কিছু
ভাবনার ভাঙাচোরা অলিন্দে ঘুরেফিরে
ঘুমিয়ে পড়ে সহসা, শব্দহীন রাতের কার্ণিশে!
স্বপ্নঘোরে জীবন্ত যখন,
যাপন জুড়ে ক্লান্তির অসহায় জীবন-পরিধি।
প্রশ্নতীর বিদ্ধ পাঁজরের পরতে।
হাসির মুখোশ কান্না লুকোয় মনের কারাগারে...
(২)
নিঃশব্দ মিছিল হেঁটে চলে সময়ের অলিগলি পথ।
সৌজন্য সম্ভারে আন্তরিক সদ্ব্যবহার।
কৃত্রিম নিয়ন আলোয় অস্পষ্ট সব মুখের সারি।
পায়ে পায়ে সমান্তরাল দূরত্বে দ্বন্দ্বর দীনতা অথচ!
মুখোশ তবু নিশ্চল!
মনের তরঙ্গে রাত আরও গভীর....
(৩)
মুখোশের ভিড়ে শত আনন্দ ঘিরে কত দুঃখ জীবন হাসে রোজ
জঙধরা রাতে ঘোলাটে চাঁদের সাথে মেঘ রাখে একলা মনের খোঁজ....
No comments:
Post a Comment