Sunday, June 1, 2025


 

পতাকার মান 
মিষ্টু সরকার 

মিছিল এগিয়ে চলে.....
পতাকা হেঁটে চলে ।

সামনে শুধু দেখা যায় তাকে
একা নয় সে, নয় সেএকা 
ধরেছে তারে দুপাশে চারহাত
চারটি পাও সঙ্গতে একতালে ।
পেছনে যারা উজানে ভাসে;
ভাটার টানে তারাও আসে কাছে ।

চলছে অগণিত হাত -পা নেড়ে তারা 
এই মিছিলের এই পতাকার যারা 
একাগ্র  মন,  অগণিত  চোখ ,
একই  মন্ত্র  জপছে  তাদের  প্রাণ 
আমাদের পতাকা আর পতাকার আমরা 

স্বাধীন  দেশের  অন্দরে
অভিমুখী এই টান ,
সবার  সেরা  মায়ের  স্নেহ 
আর  পতাকার  মান ।

No comments:

Post a Comment