ভারতের রত্ন
বিপ্লব রায়
তাজমহল নয় শুধু, রত্ন তো আরও বহু,
চোখে পড়ে না সহজে, লুকায় হৃদয়ের রূপ।
বিজ্ঞানী, কবি, কৃষক, সৈনিক—
তাদের ঘামে গড়া ইতিহাস চিরকাল অম্লান ।
সংস্কৃতির আলো, ভাষার মালা,
এই দেশ জুড়ে রত্নের জয়ধ্বনি বাজে নিরালা।
ভারতের রত্ন মানেই জীবনের গর্ব গাথা।।
No comments:
Post a Comment