Wednesday, July 2, 2025


 

অবক্ষয় 
প্রতিভা পাল 

আমাদের আশপাশ আজ
অবক্ষয় লেখে মনুষ্যত্বহীন।
উঁকি দেয় লোভ, নিক্তির এপাশ-ওপাশ
দোল খায় ধর্ম অথবা রাজনীতি, 
মাঝখানে ক্ষমতার দ্রোহ।
দাহ্য সময়ের হিসাবে বিক্রিত হয়
মান, হুশ, পরিচয়, সাহস।
ব্যাধিগ্রস্ত ভাবনার অতল
ঘুণধরা গাঢ় রাত গভীর আরও। 
ব্যস্ত সমস্ত প্রতিযোগিতার দৌড়,
কখন যেন হারিয়ে যায় মিঠেরোদ !
হারিয়ে যায় প্রকৃতি, মন, মুগ্ধতা, অবাধ্যতায়।

জীবন অথচ অনন্ত চেতনার অভিসারী। 
সারি সিঁড়ি জুড়ে বর্ণাঢ্য আলোর সমাহার।  
বিস্তৃত আকাশ রামধনু আঁকা, বৃষ্টির আষাঢ়।
হারিয়ে যায় অনুভূতি।
হারিয়ে যায় আবেগ সহসা।
ভুলগুলো ভুলে সমাজ আঁকে মানুষ, স্পর্ধায়।
লেখা হয় অবক্ষয় সমাজের ধ্বংসস্তূপে….

No comments:

Post a Comment