বৃষ্টি - বিকেল
অমিতাভ কর
শেষ বিকেলে বৃষ্টি এলো, আমি তখন বাসে , জানলাগুলো তুলে দিলাম, ভিজবো জলে ত্রাসে ।
লাগছিলো বেশ ভালোই আমার, মেজাজটা ফুরফুরে ,
বৃষ্টি নেশায় বিভোর হয়ে, চলছি যেন উড়ে ।
স্টপেজ আসতেই নেমে দাঁড়ালাম, উড়াল পুলের নীচে ,
মুক্তো ধারা ঝরছে তখন, রোদ গলানো পীচে ।
পোলের পাশেই এক ধারেতে, ঝুপড়ি মতো ঘরে ,
ছোট্ট দুটো বাচ্চা আকুল, বাঁচবে কেমন করে !
ওদের ভাতের গামলা ভেসে, যাচ্ছে স্রোতের মুখে ,
অসহায় চোখ, কেমন করে, দেবে সে গতি রুখে !
জলের ছাঁটে সব বেসামাল, ঘরকন্নার সাধ ,
আমার চোখও ঝাপসা তখন,উপছে জলের বাঁধ ॥
No comments:
Post a Comment