আষাঢ়ে আসার এলে
মাথুর দাস
আষাঢ়ে আসার এলে
কী আনন্দ চাষার !
আষাঢ় আশার মাস
সুখ-স্বপ্নে ভাসার ॥
আষাঢ়ে আসার এলে
সে বড় সর্বনাশার !
খবরে খবর হয় দেখি
কত যে বানভাসার ॥
আষাঢ়ে আসার এলে
শরীর কোণঠাসার !
নাসার বিরাম নেই
হাঁচা ও কাশার ॥
আষাঢ়ে আসার এলে
দিন খুশিতে হাসার !
ভাষার জোয়ার কবির
প্রেম-ভালোবাসার ॥
No comments:
Post a Comment