জায়ান্ট স্কুইড
লেখা ও আঁকা: অশোক কুমার ঠাকুর
মেরুদণ্ড না থাকলেও
শিল্পী সাহিত্যিক কবিরা আছেন
শিল্প সাহিত্য কবিতাও আছে
আর আছে শক্তপোক্ত খুঁটি।
একটা খুঁটি ধরতে পারলেই কেল্লা ফতে!
মেরুদণ্ড ছাড়া কি প্রাণী নেই?
'জায়ান্ট স্কুইড', অমেরুদণ্ডী প্রাণী
যাদের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ মিটার।
বড়ো কবি সাহিত্যিক শিল্পী হতে
আপাত মেরুদণ্ডের প্রয়োজন নেই
প্রয়োজন একটা খুঁটির।
অমেরুদণ্ডী প্রাণীরা খুঁটি বেয়ে বেয়ে
উপরে উঠে যেতে পারে অনায়াসে।
No comments:
Post a Comment