বৃষ্টি তুমি
মনোমিতা চক্রবর্তী
বৃষ্টি তুমি বড় খামখেয়ালী,
ঠিক আমার মনের মত।
যখন ইচ্ছে ঝরে পড়ো
উদাস হয়ে অবিরত ।
বৃষ্টি তুমি শুধু ঝরে পড়া জল নও,
তুমি মনের কোণে জমা অভিমান।
এক পশলা ঝরলে তুমি
মুছে যায় যে মনের গ্লানি ।
বৃষ্টি তুমি জাদু জানো,
তুমি বড়ই মায়াময়।
তোমার ছোঁয়ায় মনের সকল কষ্ট
দেখো এক নিমিষে কেমন দূর হয়ে যায়।
No comments:
Post a Comment