Wednesday, July 2, 2025


 

শিল্প 
 
আ সি ফ  আলতাফ


শুধু সৌন্দর্য নয় 
বীভৎসতার  ভিতরও থাকে শিল্পের কারুকাজ;

কসাইয়ের হাতের চাপাতি ফুলের মতো থোকায় থোকায় করে মাংসের শৈপ্লিক বিন্যাস;

ঘাতকের পাকা হাতে নেচে ওঠে যে বুলেট
প্রাণ নিতে নিতে সেও নিহতের শরীরে রেখে যায়
নান্দনিক বোধের স্বাক্ষর;

দক্ষ ঘাতক মানেই  একজন  শিল্পী;

লাশ কাটা ঘরে কী সুন্দর নিপূণতায় 
ডোমের হাতের ছুরি  লাশের শরীর ব্যবচ্ছেদ করে;

ঝড়ের তান্ডবের নিচে চাপা পড়ে যায় তার 
শৈল্পিক বিস্তার ;

মৃত্যুর মতো  সুন্দর ও  মহৎ শিল্প আর একটিও নেই;

নেতিবাচক বলে অসংখ্য শৈল্পিক মুগ্ধতা
 প্রতিনিয়ত আমরা হারাই।

No comments:

Post a Comment