রঙ্গমঞ্চ
প্রিয়াঙ্কা চক্রবর্তী
জীবনের গতিপথ বন্ধুর,
পৃথিবী একটি রঙ্গমঞ্চ;
জীবন রঙ্গমঞ্চের রূপকথা,
সৈকতের নিস্তব্ধ বালুতট;
জীবনের সেই ঊষর মরুতে,
ঝাউবনের শীতল পরশে,
সময়ের সাক্ষী জীবনের উদ্যান-
সেই বাগিচা শূন্য থাকে না,
নানা রূপ লাবণ্যের সমারোহে,
নতুনত্বের আভরণে;
সৃষ্টি এক অপরূপ সৃজনশৈলী ।।
No comments:
Post a Comment