Wednesday, July 2, 2025


 

ইছামতী
পার্থপ্রতিম বন্দোপাধ্যায় 

ইছামতী  সুর তুলেছে ভাসিয়ে গানের ভেলা
দুপার জুড়ে সবুজ হাসে সবুজ সবুজ খেলা
আকাশেতে নাচ জুড়েছে শ্বেতপরীদের দল
পরিযায়ী পাখির  ছায়ায়  উঠছে নেচে জল
দুলিয়ে আঁচল সজনে শিমুল বাঁশবনেরই মাঝে
নাইতে আসে  গাঁয়ের বধু  সকাল  দুপুর সাঁঝে
ফুলিয়ে গলা কবুতরের বকম বকম ডাক
কচুরিপানা কলমিলতা বেঁধেছে তার ঝাঁক 
উড়ছে টিঁয়ে গাইছে ফিঙে হরেক রকম ডাক 
কাতর চোখে শুধুই  শোনে  কালচে বরণ কাক
ঝিঙ্গে পটল হরেক ফসল নামবে পারের হাটে
নৌকো  বাঁধা  সারি সারি  মতি-গঞ্জের ঘাটে
দু:খ - কষ্ট  সকল   ভুলি ইচ্ছে নদীর দেশে 
ইছামতী হাত নেড়ে যায় সদাই চলে হেসে।

No comments:

Post a Comment