খোঁজ
প্রাণজি বসাক
তাল তাল খবর রেখে ফিরিয়ে আনি বার্তা
নিশ্চুপ ভোরে বিভোর ঘুমে তলিয়ে গেছে স্বপ্ন
স্বাধীন আলোরেখা তোমাকে সুন্দর করে দেয়
অর্থহীন স্বাধীনতা সংসারে যেমন ঠিক তেমন
সর্বক্ষণ খোঁজো প্রয়োজনীয় ব্যাখ্যা ভালোবাসা
অদৃশ্য রেখাগুলো যেন জাল বুনেছে নিজেরাই
শরীর কী শুধুই এই শরীরী বৈভবে হাড় কাঠাম
এমন পেলব সকালে শিহরণ সূত্র ধরে শেখালে
জীবনের মূল অর্থ আর তার সূক্ষ্ম তন্তুর মহিমা
উদ্বেল স্নায়ু টানটান শরীর ছুঁয়ে বুঝি মানুষ যথা
No comments:
Post a Comment