Wednesday, July 2, 2025


 

মেঘবালিকা

প্রাণেশ পাল 


মেঘবালিকা আমার ভালবাসা
আষাঢ়ের অঝোর ধারার বৃষ্টি ফোঁটায়,
তোমার অবিরাম ধারাসম্পাতে
প্রাণীকূল,অরণ্যানী ভালবাসায় ভেসে যায়,
তপ্ত দুপুর,কবির দগ্ধ হৃদয় অলিন্দ 
তোমার বারিধারায় মিশে যেতে চায় !

আমি উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে তোমার ভালবাসায়
উদ্বেলিত হওয়ার অপেক্ষায়,
হিমালয়ের শ্বেতশুভ্র বরফ চূড়ায় আমি ধ্যানে মগ্ন
শুধু একবার তোমায় ছোঁয়ার প্রতীক্ষায়,
আমি রাত জাগি সিন্ধু নদের উপত্যকায়
তোমার জারিত ভালবাসায় ডুবে যাওয়ার অপেক্ষায় !

জুঁই,কেতকী,মালতী,বেলি,দোলনচাঁপা,কামিনী
তোমার সর্বাঙ্গ সাজিয়ে দেওয়ার অপেক্ষায়,
আমার ভালবাসা চাতকের মতো তৃষ্ণার্ত, 
রাজহংসীর মতো তোমার মিলনে উন্মুখ !

মেঘবালিকা তোমার অবিরাম ধারাপাতে
সিক্ত হোক দহন দগ্ধ উন্মুক্ত প্রান্তর,
তোমার ভালবাসার নাব্যতায় আমি আজন্ম 
নিঃস্ব,রিক্ত,সিক্ত হতে চাই !

No comments:

Post a Comment