Wednesday, July 2, 2025


 

বর্ষার দিনে 
মোঃ আব্দুল রহমান


ঝিরিঝিরি বৃষ্টির সুরে 
শ্রাবণের ধারায় মেঘলা মন ছুঁয়ে,
তোমার সকল অনুভূতি ঝরে পরে হৃদয়ে
কথামালা ডাকে মেঘের ভেলায় 
আমি চেয়ে চেয়ে দেখি 
হৃদয়ে সেই ছবি কেবল আঁকি,
দুটি মনে ঢেউ ওঠে উষ্ণতার সাগরে 
মিলন হবে সোদা মাটির গন্ধে 
তোমার মুখে আমার মুখ ছুঁয়ে যায় 
ভেজা ঠোঁটে ঠোঁট 
শ্রাবণের ধারায় উষ্ণ যৌবনের সাগরে 
আজ দুজনে হারায়!


 

No comments:

Post a Comment