পেরেও পারিনি
মোহিত ব্যাপারী
এক পৃথিবী ভালোবাসি তোমাকে।
তবু এক পৃথিবী ভালোবাসতে পারিনি।
এক পৃথিবী ভালোবাসা যায়না কখনো।
তবু কথাটা শুনে তুমি মুচকি হেসেছিলে।
আমাকে জড়িয়ে নিয়েছিলে বুকে শীতের চাদরে।
এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলে নিশ্চিন্তে।
তোমার জন্যে আকাশের চাঁদটাকেও এনে দিতে পারি।
তোমাকে অনেক ভালোবেসে বলেছিলাম।
তুমি অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলে আমার দিকে।
তোমার চোখদুটি বিস্ময় স্নেহ মমতায় ভরে উঠেছিল।
ভালোবাসার উচ্ছ্বাসে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলে।
বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবেনা।
পৃথিবীর সুন্দরতম মুহূর্ত ছিল সময়টা।
সবই কথার কথা তুমিও জানো।
কথা দিয়ে সব কথা রাখা যায়না।
সময়টা সুন্দর হয় শুধু জীবনের কাছে।
চাঁদটা আজও জ্বলজ্বল করে রাতের আকাশে।
কেউ স্থানচ্যুত করতে পারেনি তাকে।
তুমিও আমাকে ছেড়ে চলে গেছ শেষবেলায়।
তোমাকেও আমি ধরে রাখতে পারিনি।
তোমার জন্যে আমি মরতেও পারি।
মিথ্যে রাগের ভঙ্গিমায় আমার মুখে হাত চেপে ধরেছিলে।
অভিমানী সুরে বলেছিলে একসাথে বাঁচব একসাথে মরব।
কিন্তু আজ আবার সেই পিঁপড়েটি আমাকে কামড়ালে
তুমি জানতেও পার না।
ওটা শুধু পাগলামি ছাড়া কিছু নয়।
No comments:
Post a Comment