Thursday, May 4, 2017

অদৃশ্য চোখ

মন্দিরা ঘোষ

অদৃশ্য দুটো চোখ এঁকে চলেছে 
নাটকের দৃশ্যায়ন,
আমরা পর্দা দিয়ে আড়াল টানছি 
খোলামেলা মঞ্চসজ্জায়।
হৃৎপিণ্ডে পারদের স্তর মেপে রাখছে 
ব্যারোমিটার ,
উষ্ণতার ঘনত্বে সম্পৃক্ত হতাশারা 
জমা করছে দূরত্বের গোপন খবর।
নতুন জন্মে মুঠোয় রাখছি সময়কাল।
সত্য মিথ্যের বোঝাপড়ায় মেঘবৃষ্টির  
সঙ্গমে, বিশেষ একটা মনখারাপে 
পাথর ভাঙ্গার শব্দ শুনি।
খনিজ জলে ধুয়ে যায়  অভিমান।
ছদ্ম জানালায় চেনা মুখোশ হাত বাড়ালে
সেতুর ওপর সাজিয়ে রাখি নাটকের


সেরা মুহুর্তগুলো।
অদৃশ্য চোখ  জমাখরচের হিসেব রাখে মগজে;
যবনিকাহীন মঞ্চায়নে ভূমিকা গুলো 
পালটে ফেলি অনবরত। 


No comments:

Post a Comment