পলক
মুনমুন ভৌমিক
অনেকগুলি বিকেল বাদে বর্ষা এলো
একটা ভাঙচুর নিয়ে
আহত কথাগুলি শুষে নেয়
বিভাবরী মাটি,
সাদা কালো সব ঘ্রাণ থান কাপড়ে মুড়িয়ে
মধুবনি সাজছিল বর্ষা
আধবোজা বৈষ্ণবী মুখে
উপচে পরে জমাট ভোর
চিবুক ছুঁয়ে যায় বিচ্ছেদ...
নামতার শব্দভারে ফুটে ওঠে তার কথা
কুড়িয়ে রাখি ধূপ, ধোঁওয়া, কিছু আয়োজন।
No comments:
Post a Comment