অতনু চ্যাটার্জী
গোলাপ বেচতে আসা ছেলেটি তোমাকে আমার প্রেমিকা ভেবেছিল...
গোলাপ বেচতে আসা ছেলেটি
তোমাকে আমার প্রেমিকা ভেবেছিল-
তার কোনো যথাযথ কারণ
আমার জানা নেই !
হয়তো সে শহরের ক্লান্ত দুপুরে হঠাৎই
আমাদের আবিষ্কার করেছিল,
ভালোবাসার আশ্রয়স্থল I
কে জানত হয়তো
সে ফুটপাথের অকাম্য মেয়েটিকে ভালোবেসেছিল
যাকে আমি নোংরা আঙুলের ব্যাস্ততায়
চারটে পয়সা গুনতে দেখেছিলাম I
হয়তো সে মানুষের হৃৎপিণ্ডে কোদাল চালিয়ে জেনেছিল
ভালোবাসা কুষ্ট রোগীর মতো অচ্ছুত,
ইলেকট্রিক তারে ঝুলে থাকা ছেঁড়া ঘুড়ির মতো নিঃসঙ্গ
অন্ধকারে নিষিদ্ধ বিছানায় অসার অন্তর্বাস খোলা I
গোলাপ বেচতে আসা ছেলেটি
তোমাকে আমার প্রেমিকা ভেবেছিল
আর যেতে যেতে শহরের পাঁজর ফাটিয়ে বলেছিলো-
"বিশ্বাস করুন স্যার, চেষ্টা করেও ফিরে যেতে পারি নাই !
যতবার তার কথা মনে পড়ে,
কষ বেয়ে ঝরে পরে প্রাগৈতিহাসিক বাসনা I
বিশ্বাস করুন, জীবন এভাবেই বয়ে যায়
বৃষ্টিতে ধাবমান ফাঁকা গাড়ির কাঁচ তুলে
এভাবেই কত ভালোবাসায় যবনিকা নেমে আসে"
No comments:
Post a Comment