সুকন্যা সামন্ত
ইচ্ছে
আবার যদি ইচ্ছে করে–
মোদের মাঝে আবার এসো ফিরে ,
কান্না হাসির সুখ-দুঃখের এই সাগরে ।
দুঃখের মাঝেও গাহিবো মোরা গান ,
ধরবো মোরা সুখের তান ,
রঙীন হয়ে উঠবে তখন ভাবের আকাশ ,
ফুটবে কুসুম সাগর তীরে ।
পেয়েছি যা তোমার কাছ হতে,
আবার যেন তা পাই ফিরে বারেবারে ,
আপনারে দেব উজাড় করে ,
জীবন হবে ধন্য –
তোমার পরশ পেয়ে ।
পুরবে মোদের সকল সাধ –
তখন তোমায় ভালোবেসে ।
না পেয়ে খেলার সাথী ,
একলা বসি নিরালায় দিবসরাতি ,
ফেলেছি অশ্রুজল ।
ফিরবে যখন তুমি ,
আবার মোদের মাঝে ,
করবো তখন তোমায় –
মোদের সাথী ,
ঘুচবে তখন খেলিবার –
সকল ভাবনা ।।
No comments:
Post a Comment