Wednesday, November 29, 2017

  





  









   সুকন্যা সামন্ত 

       শান্তি

এসো এসো হে প্রিয়া,
বিশ্ব মাঝে বাহির হয়ে এসো,
থেকো না আর লুকিয়ে মানবের অন্তরালে,
শুনেছি তোমার নূপুরের রুণু রুণু শব্দ,
একবার দেখি তোমায় দুচোখ ভরে

আছো তুমি-
শিশুর বাঁধন ছাড়া হাসিতে,
শিশুকে ভালোবেসে মায়ের তৃপ্তিতে,
কর্মশ্রান্ত পিতার হাসিমুখে গৃহে ফেরার মাঝে

অনুভব করেছি তোমায়-
নিস্তব্ধ প্রকৃতির মাঝে,
সূর্যকিরণের হাসিমুখে পৃথিবীকে আলোয় ভরিয়ে দেওয়ায়,
নীল আকাশে সাদা মেঘের ভেলায়,
পাহাড়ী নদীর কুল-কুল শব্দে।
খুঁজেছি তোমায় সত্যকে প্রতিষ্ঠার মাঝে,
দেশের দশের উন্নতির পথে

আজও পাইনি দেখতে ,
চিরদিনই রইলে অধরা,
বিশ্ব রয়েছে তোমার প্রতীক্ষায়,
অশান্তিকে তাড়াতে তুমি -


,আজ এসো প্রিয়া ।।

No comments:

Post a Comment