Thursday, December 28, 2017

  













 শীত
মন্দিরা ঘোষ

হাল্কা ঘেরাটোপের ভেতর তোমার
লাল নীল সোয়েটার বুনে চলি
শীত এসে নাড়া দিয়ে যায় 
কিছু সন্ধ্যে ছন্দ মেলানোর অপেক্ষায়
যত্নের প্রয়াসগুলিকে মুছে রাখি
মিঠে রোদ্দুর লাগিয়ে
এখনো তোমার জন্য চোখ মেলে থাকি
জল এবং আগুনের মাঝের সময়ে
মনে মনে তোমার ঘরের কুয়াশা সরিয়ে 

আকাশ পেতে দিই
নিবিড় সজলতার ঘরে তোমার আসা যাওয়া
সেখানে থেমে থাকা রেশটুকুই  প্রাপ্তি
গ্রহণগুলি সামনের শীতের জন্য
তাফতা বুনে রাখব তোমার
তুমি তো ভীষণ  শীতকাতুরে  ছিলে
এখনো কি তেমনই আছো

No comments:

Post a Comment