Monday, December 25, 2017

একটি বছর শেষ। একটি বছর শুরু। উৎসবের সময় পুরোনকে বিদায় দিয়ে নতুনকে আহ্বানের। 
উৎসব মননেও, সংস্কৃতিতেও। শিল্পেও, সাহিত্যেও। 
মুজনাই সাহিত্য পত্রিকার সাথী, মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুক গ্রুপ "মুজনাই"-এর অনেক লেখক-লেখিকার গ্রন্থ প্রকাশ হচ্ছে এই সময়েই। রাজ্যের নানা প্রান্তে ব্লক, মহকুমা, জেলা ইত্যাদি নানা স্তরে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। অপেক্ষায় সবাই রাজ্যের বৃহত্তম কলকাতা বইমেলারও। প্রকাশকেরা তাঁদের প্রকাশিত গ্রন্থ নিয়ে হাজির থাকছেন বিভিন্ন বইমেলায়। 
মুজনাইয়ের কবি-লেখকদের কথা মাথায় রেখেই আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি অবধি মুজনাইয়ের সাথী লেখক-কবিদের বইয়ের কথা বলবো। মুজনাইয়ের সুধী পাঠক-পাঠিকাকে আবেদন করবো বিভিন্ন বইমেলায় কোনটিতে যদি মুজনাইয়ের সাথী কোন কবি-লেখকের কোন বই দেখতে পান, অন্ততঃ একটিবার সেটি দেখবেন। আমরা গর্বিত হব। প্রাণিত হব। একই সাথে মুজনাই সাথী লেখক-কবিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের প্রকাশ হতে চলা বইয়ের প্রচ্ছদের ছবি-সহ বইটি সম্পর্কে তথ্য জানাতে পারেন। আমরা আমাদের ব্লগ, গুগুল প্লাস প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ও ফেসবুক গ্রুপে জানাবো আনন্দ সংবাদটি। ই-মেল করে বা মেসেজ করে জানান আপনার প্রকাশ হতে চলা গ্রন্থ সম্পর্কে।


আজ আমরা জানাচ্ছি কবি রাহুল গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থের কথা।

কাব্যগ্রন্থের নাম : ব্যক্তিগত জরায়ু থেকে

প্রকাশনা: ঐহিক প্রকাশনী

মূল্য - ১২০ টাকা 




কবি পরিচিতি

শব্দরূপ : রাহুল গাঙ্গুলী

জন্ম তারিখ ঃ ১০ই আগস্ট

জন্ম সাল ঃ ১৯৮১

জন্মস্থান ঃ দুর্গাপুর, পশ্চিম বঙ্গ 

যোগাযোগ ঠিকানা ঃ ২৮ নং শরত পল্লী,পোস্ট অফিস - বাঁশদ্রনী, কলকাতা-৭০০০৭০।

পেশা ঃ সিভিল ইঞ্জিনিয়ার

প্রকাশিত গ্রন্থ ঃ নো ম্যানস্ ল্যান্ড (কবিতা পাক্ষিক,বইমেলা ২০১৭) 

সম্পদনা ঃ নেই

ইমেইল ঃ rahul.ganguli29@rediffmail.com

কিছু কথা ঃ কবিতার দায় শুধু সময়কে দেখা বা তুলে ধরা নয়। দৄশ্যের সামনে দাঁড়িয়ে অবজেক্ট ও সাবজেক্ট রুপে নিজেকে প্রশ্ন করা এবং নিজের ভেতর তার উত্তর খোঁজা - পোস্ট উত্তর-আধুনিক কবিতায় এই প্রয়োগটাই বড্ড প্রয়োজনীয়। সেই অবস্থান থেকেই যাবতীয় পরীক্ষা।


বইটির উৎসর্গ : প্রভাত চৌধুরি, বারীণ ঘোষাল এবং দীপঙ্কর দত্ত

No comments:

Post a Comment