বুদ্ধ পূর্ণিমা: একটি গল্পছায়া
সুচন্দ্রা ভট্টাচার্য
সুচন্দ্রা ভট্টাচার্য
চাঁদের সঙ্গে মামাতো সম্পর্ক কিছুক্ষনের জন্য তোলা থাক। স্বর্ণেন্দুও আপাতত লেখনীর হৃদয়াসনে নাই বা বসলেন। অভাবী পেট একটু সময়ের জন্য ঝলসানো রুটির কথা ভুলে যাক, আর রোহিনীর স্বামী চন্দ্রদেবও একটি বাসর পঞ্জিকায় মুখ গুঁজে থাকুন কষ্ট করে। এবার বৈশাখের পূর্ণমাসী রাতে 'মুজনাই'য়ের বুকে পড়ুক চন্দ্রবুদ্ধ গল্পছায়া।
১৯৫০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্ট' এর প্রথম কনফারেন্সে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বুদ্ধের জন্মদিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হলো। তারপর থেকে সমস্ত বৌদ্ধ ধর্মালম্বী মানুষ স্বদেশে বিদেশে পাহাড়ে সমতলে এই দিনটি উদযাপন করতে শুরু করলেন। নেয়েধুয়ে ফর্সা কাপড় পরে মন্দিরে গেলেন, ফুলমালায় মন্দিরগৃহ সাজালেন, অজস্র প্রদীপ জ্বাললেন, পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ ও শ্রবনের মধ্য দিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হলেন, দুঃখীকে ভিক্ষে দিলেন, বন্দী পশুপাখিকে মুক্তি দিলেন ইত্যাদি ইত্যাদি।
বুদ্ধপূর্ণিমা পাবলিক হলিডে হোক বা বোধিদ্রুম মেলার উপলক্ষ, পায়েস খাওয়ানোর দিন বা শাক্যসিংহের অর্চনাতিথি সেসব তত্ত্বকথা থাক। বলতে চাইছি, যাঁরা জানেন তাঁরাই শুধু জানেন তরাই ডুয়ার্স এই উৎসবের ব্যাপ্তি। তা বলে বা লিখে বোঝানো যায়না।
বুনো আকাশের পরিপূর্ণ চাঁদ দু'চোখ মেলে সেদিন দেখবে জয়ন্তী পাহাড়ের পুখরি ঝিলে, চুনাভাটির প্রাচীন বৌদ্ধ গুম্ফায়, আদমা লেপচাখাতে ভক্তসমাগম হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে যেন একটুকরো নেপাল-ভুটান জেগে উঠেছে। প্রায় একই রকম চেহারার লিম্বু তামাং শেরপা দ্রুকপা ভুটিয়া লেপচা এমন অনেক মানুষ তাঁদের ট্রাডিশনাল ড্রেসে, মুখোশ এঁটে, ধর্মগ্রন্থটি লাল কাপড়ে মুড়ে মাথায় নিয়ে কালচিনি মাদারিহাট মালবাজার শিলিগুড়ি দার্জিলিং এমন অনেক মুলুকের পথে পথে শোভাযাত্রা সেরে ভাত, শুয়োরের মাংস, হাড়িয়া আর মুখোশ নাচে উদযাপন করতে লেগেছেন সেই উপাসনাতিথি।
হাজার হাজার চন্দ্রোদয়ের থেকে আলাদা সেই সন্ধ্যায় তরাইসুন্দরীর সঙ্গে তথাগতের অপার্থিব প্রেম। তার সর্বাঙ্গে বিহার করবে বুদ্ধের অনন্ত অখন্ড সত্ত্বা। পুণ্যভূমির আশীর্বাদ কোচবাংলায়ও বর্ষিত হোক, ভগবান বুদ্ধর কৃপায় সঙ্ঘবদ্ধ হোক মানবকুল, ধর্মের পথে শান্তি নেমে আসুক সবার জীবনে।
(পুনশ্চ, শুনেছি নাকি সবেতন ছুটি পাওয়ার খুশিতে গতবছর উত্তরের চা বলয়ে বুদ্ধপূর্ণিমার শোভাযাত্রায় অনেক ফ্লেক্সের একদিকে বুদ্ধ আরেকদিকে মাননীয়া মুখ্যমন্ত্রীর ছবি ছিল। মহাপরিনির্বানের উদাহরণ, নাকি চাঁদমামার দেওয়া টিপ........ ভাবনারই কথা!)
* ছবি- সংগৃহিত
No comments:
Post a Comment