মুজনাই সাপ্তাহিক
ডুয়ার্স কন্যা
মধুমিতা শীল মন্ডল
ডুয়ার্সের হাওয়ায় দোলে প্রাণ,
ডুয়ার্সের মাদলিয়ার গান।।
যখন ভাওয়াইয়া কথা কয়,
ডুয়ার্সের পাহাড়, নদী, বনানী
অপরূপা মনে হয়।।
পরনে হলুদ শাড়ী,মাথায় পালক্
মাদলিয়ার তাল, চা বাগানের বলয়
পথের পথিক অপলক্।।
হোক কালো বা ফর্সা,
ডুয়ার্স কন্যার শোভা বর্ধিত হয়
কবিতার ছন্দে আনন্দে,
বসন্তের রঙিন ছোয়ায়
বর্ষার মেঘলা বরণে
শরতের নীল নীলিমায়,
ডুয়ার্স কন্যা সকলের গান গায়।।
না চায় যেতে মন,
যেন নিবিড় আত্মীয়তার এক অটুট বন্ধন।।
No comments:
Post a Comment