Sunday, February 14, 2021

মুজনাই সাপ্তাহিক  













বই

রীনা মজুমদার

বইটির প্রচ্ছদ জুড়ে তিনটি অক্ষর- ডু য়া র্স
আগে পরে কোন অলংকার রাখিনি তার
 বইয়ের গন্ধ শুঁকি আমি, বারবার
  সে বইয়ের পাতায়,
চায়ের গন্ধ জেগে থাকে-  জেগে থাকে প্রাণ
লাঙলের মুখে সোনালী ধানে নবান্নের ঘ্রাণ।
  বইয়ের পাতায়,
ঘাড় উঁচু করে দেখি শাল, সেগুন, শিরীষের ডালে
পিঠে রোদ দিয়ে হর্নবিল ডাকছে সঙ্গীকে,
যখন গাছের গোড়ায় লেগে থাকে সদ্য কুঠারের দাগ!
বুক পেতে নিই ব্যথার ভাগ,
 বিষাদবন্ধনে জঙ্গলের গন্ধ নিই আমি।
 বইয়ের পাতায় পাতায়,
 বয়ে চলে অরণ্যের বুক চিরে নেওড়া, মূর্তি
 রায়ডাক, জয়ন্তী, আংরাভাসার জলে--
 খেলা করে বন্যপ্রাণ, শুঁড়ের জলে নীলাকাশ হাসে
 রাতের আঁধারে জোনাকিরা আলো নিয়ে আসে
  বইয়ের ভাঁজে সে-নদীর গন্ধ লেগে থাকে। 

     বইটি উর্বর মাটি দিয়ে গড়া
প্রচ্ছদে তার তিনটি অক্ষর- 'ডুয়ার্স'।

No comments:

Post a Comment