ভূ-স্বর্গ---এখানেই
গৌতমেন্দু নন্দী
এখানে মাটিতেই নেমেছে স্বর্গ----
স্বর্গ মানে তো মৃত্যুর পরে
মৃত্যুর যন্ত্রণা পেরিয়ে ---
অজানা অদৃষ্ট কোন পরলোকে ----!?
না, এখানে নেই----
জীবন-মৃত্যুর কোন আতঙ্কিত সীমারেখা
এক জীবনে সব সীমারেখার ঊর্ধে
মিশেছে স্বর্গ-মর্ত্য,ভূ-লোক-দ্যুলোক
এক নতুন ঠিকানায় -----
এখানেই ----
কল্পিত স্বপ্ন-সুখের কোন অলীক সৌন্দর্য নয়
প্রকৃতির নির্মল ঘেরাটোপে বন্দি হয়ে
মাথা তুলে দাঁড়াতে হয় হিমালয়ের মতো
আবার এখানেই শয্যা পাততে হয়
আদিগন্ত তুষার-শুভ্র চাদরে-----
এখানেই ----
জীবন-তরীর শিকারায় ভাসতে ভাসতে
ঢেউয়ের ছন্দ দোলায় মিশে যায়
জীবন স্পন্দনের অনুরণন ---
এই জীবন-মর্ত্যের নতুন ঠিকানায় ------
এখানেই-----
No comments:
Post a Comment