Monday, February 20, 2017

:বেঁচে থাক অক্ষরগুলো
রকি মিত্র
   --------------------
অনেককথাই তো বলে ফেলি
'ক' থেকে 'ম' পর্যন্ত বলতে গিয়ে-
মাটি খুঁড়ে বের করে আনি,
হাজার বছরের প্রাচীন শিকড়।
পাহাড়ের বুক চিঁড়ে নদীটাকে নিয়ে এসে
তোমার আঙিনায় বসিয়ে রাখি
কি জানি যদি নদীটা ইশারায় কিছু বুঝিয়ে দেয়,
    এই আশায়!!!!!
একটা আস্ত গোলাপের পাপড়ি ছিঁড়ে,
দেখিয়ে যাই আমার অনাদি বসন্ত।
ঝরঝরে হাত দিয়ে আজকাল প্রেম জমে না
তাই অচিন পাখিটার গায়ে হাত বুলিয়ে,
ওকে বলে উঠি "যা এইবার"।
ডানায় লিখে দেই আমার ঘুমজাগা রাতের কথা।
কিন্তু যদি বৃষ্টি এসে ধুঁয়ে দেয় অক্ষরগুলো,
তাতে পাখিটার কি দোষ বলো?
থাক না নাই বা শুনলে আধমরা তিনটি শব্দ
আমি বরং ওদের দুবেলা জল দিয়ে যাই
ওদের বাঁচিয়ে রাখি,ওরা বেঁচে থাক।
হয়তো একদিন বাতাসের হাতেই ছেড়ে দিব
অপেক্ষার মুক্ত আকাশে ওরাও উঁড়ে বেড়াবে।

No comments:

Post a Comment