Tuesday, February 14, 2017

অনুভূতিই আনন্দের সাগর 
প্রশান্ত কুমার ঘোষ 

প্রত্যেকের বোধ বিভিন্ন 
আমরা যদি একটি গাছের দিকে তাকাই তাহলে প্রত্যকের পৃথক উপলব্ধি হয় ,
একদিন বৈশাখের পড়ন্ত বিকালে কয়েকজন বন্ধু মিলে প্রকৃতির কোলে বসে আছি।প্রকৃতির বুকে গাছেরা  সৌন্দর্যের হাতছানি দিয়ে চলেছে।একটি সুবৃহৎ আম গাছের পাশে আমরা সকলে গেলাম।আপ্লুত হলাম তার যৌবনের  ইশারায়।আমি রূপের ত্বিষামে হাবুডুবু খেয়ে বললাম,একটা কাব্য লেখা যাক।পাশেই কালু একটা ঢিল কুড়িয়ে বললে রেখে দে তোর কাব্য ,ওর লাল হয়ে পেকে থাকা ফল গুলি আমার রসনেন্দ্রীয়কে বড্ড আকৃষ্ট করছে বলেই ঢিল টি ছুঁড়ে দিল,আম পড়লে শুরু করল তৃপ্তি পেতে।আর এক বন্ধু ঝন্টু বললে সারাদিন গরমের পর এই গাছের ঠান্ডা বাতাসে বসে প্রাণটি জুড়ে গেল ,আমি একটু আরামে বসি।ভোলা বলে এই গাছটা যদি বিক্রি করে তাহলে আমি কিনব,নিজের প্রয়োজনে লাগিয়ে বাকিটা বিক্রি করলে একদিকে কিছু লাভ হবে আবার বাড়ির আসবাবপত্রও হয়ে যাবে।
    আমি বসে বসে ভাবলাম বাস্তবে যা কিছু আছে তার সবই আমাদের অনুভূতির ফসল।এত সুন্দর পৃথিবীরও সুখ আঁকার অধিকার নেই;নিজের অনুভূতিই নিজের সুখ এঁকে দেয়।বাস্তবটা বোধের ফসল।
        তবে আমাদের অনুভূতি আছে বলেই নদীর গতি বুঝি,বাতাসের বহমান বুঝি ,জীবনের প্রবাহ বুঝি ,আকাশের স্নিগ্ধতা বুঝি ,পাহাড়ের সুউচ্চ দৃঢ়তা বুঝি সবই অনুভূতি,অনুভূতিই জীবন;জীবনের সারমর্ম ,জীবনের স্বার্থকতা ।
                আমাদের বোধ শক্তিই বাস্তবকে স্বর্গ বা নরকে পরিণত করে ।গুছিয়ে জীবনটা চালাতে পারলেই সবে সুখ,সুখেই স্বর্গ লাভ ,জীবনের স্বার্থকতা ।
          নেগেটিভ চিন্তা কে মাইনাস করে সকল কিছুতে পজিটিভ মানসিকতা আনলেই আমাদের যত গ্লানি সব মুছে যাবে ,শিশু হয়ে থাকতে হবে মানে কুসংস্কারের জটা জাল ছিন্ন করে সবেই আনন্দের উপাদান খুঁজতে পারলেই আমরা পরম সুখী।প্রকৃতির সকল কিছুতেই নিজের হৃদয় যুক্ত করে তার যথার্থ মর্ম সঠিক ভাবে উপলব্ধি করতে পারলেই আনন্দের সাগরে স্নাত হতে পারবো ।

No comments:

Post a Comment