Friday, February 17, 2017

#সংজ্ঞা
(উৎসর্গ  :  জীবনানন্দ দাশ)

--উদয় সাহা
পথ ধূলো বন প্রান্তর
বনলতা সুচেতনা পরস্পর
                      হেঁটে চলে যায়
ডোরা কাঁটা স্মৃতি
ভুলে যাওয়া গীতি
                      ঠোঁট ছুঁয়ে যায়।
আজ বিতর্কের আগুণ
চোখজুড়ে পলাশের ফাগুন 
                      সুরভি ছড়ায়
নারী জাগরণের কাহিনী শুধু
ঝাপসা দৃশ্যপটে ফেলে আসা বধূ
                       গল্প শোনায়।
পোশাক- প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা
মূলধন কেবল নিজস্ব প্রেষণা
                       কলম কথা বলে চলে
কাঁধে কাঁধ স্পষ্ট চোখ
অতিআধুনিকতায় রঙীন অন্তঃলোক
                        যুক্তিতে বরফ গলে।

No comments:

Post a Comment