Friday, January 12, 2018



একটি বছর শেষ। একটি বছর শুরু। উৎসবের সময় পুরোনকে বিদায় দিয়ে নতুনকে আহ্বানের। 
উৎসব মননেও, সংস্কৃতিতেও। শিল্পেও, সাহিত্যেও। 
মুজনাই সাহিত্য পত্রিকার সাথী, মুজনাই সাহিত্য পত্রিকার ফেসবুক গ্রুপ "মুজনাই"-এর অনেক লেখক-লেখিকার গ্রন্থ প্রকাশ হচ্ছে এই সময়েই। রাজ্যের নানা প্রান্তে ব্লক, মহকুমা, জেলা ইত্যাদি নানা স্তরে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। অপেক্ষায় সবাই রাজ্যের বৃহত্তম কলকাতা বইমেলারও। প্রকাশকেরা তাঁদের প্রকাশিত গ্রন্থ নিয়ে হাজির থাকছেন বিভিন্ন বইমেলায়। 
মুজনাইয়ের কবি-লেখকদের কথা মাথায় রেখেই আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি অবধি মুজনাইয়ের সাথী লেখক-কবিদের বইয়ের কথা বলবো। মুজনাইয়ের সুধী পাঠক-পাঠিকাকে আবেদন করবো বিভিন্ন বইমেলায় কোনটিতে যদি মুজনাইয়ের সাথী কোন কবি-লেখকের কোন বই দেখতে পান, অন্ততঃ একটিবার সেটি দেখবেন। আমরা গর্বিত হব। প্রাণিত হব।
একই সাথে মুজনাই সাথী লেখক-কবিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের প্রকাশ হতে চলা বইয়ের প্রচ্ছদের ছবি-সহ বইটি সম্পর্কে তথ্য জানাতে পারেন। আমরা আমাদের ব্লগ, গুগুল প্লাস প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ও ফেসবুক গ্রুপে জানাবো আনন্দ সংবাদটি। ই-মেল করে বা মেসেজ করে জানান আপনার প্রকাশ হতে চলা গ্রন্থ সম্পর্কে।
আজ আমরা জানাচ্ছি মৃণালিনীর প্রকাশিত হতে চলা কাব্যগ্রন্থের কথা
কাব্যগ্রন্থের নাম : স্বপ্নের ধূসর রঙ
প্রকাশনা: বার্তা প্রকাশন
মূল্য- ১২০ টাকা
কবি পরিচিতি
শব্দরূপ : মৃণালিনী
যোগাযোগ ঠিকানা ঃ পূর্ব মেদিনীপুর পিন- ৭২১৪২৯
ইমেইল ঃ bartaprakashan@rediffmail.com
কিছু কথা ঃ এক পরা-বাস্তবতা। ওড়ে স্বপ্ন , ওড়ে রঙ। ধরতে পারলেই জীবন সুন্দর। না ধরতে পারলে হয়তো বা আরও সুন্দর। না পারার যন্ত্রনা আনে বেদনা আর তার তীব্র অভিঘাত জন্ম দেয় শব্দের , সৃষ্টি হয় কবিতা।

No comments:

Post a Comment