Friday, January 5, 2018















এক পঙক্তির কবিতারা
সমীরণ চক্রবর্তী

        ১
নিরীহ ডায়াটম শৈবালটি জানতো না সে ডিনামাইট হবে |
        ২
পাললিক স্তর লিখে রাখে জীবাশ্মদের কষ্টকথা |
        ৩
মৃত্যু নিশ্চিত জেনেও স্বাভিমানের হুল দংশন ভোলে না |
        ৪
নিউক্লিয়ার ফ্যামিলি... স্কোয়্যারফুটের বাওয়ালি |
        ৫
ভ্রান্তিরেখায় উচ্ছ্বাস শেষে ঘনীভূত হয় ক্লান্তির মেঘ |
        ৬
আন্দোলন আর দেশদ্রোহীতার মাঝে জেগে থাকে আদর্শের সীমানা |
        ৭
"শুধু নীল..." লিখে রাখি তোমার হলদে মলাটে।
        ৮
বিশ্বাসের ভিতে রিখটার স্কেল লিখে রাখে... অবিশ্বাসের তীব্রতা |
        ৯
প্রত্যাশার কলেবর ছোটো হলেই কলরব বাড়ে |
       ১০
নষ্ট ভ্রূনের মিছিলে ধ্বনিত হোক নারীর অধিকার |

No comments:

Post a Comment