প্রকাশনা- পূর্ণ প্রতিমা প্রকাশনী
মূল্য- আশি টাকা
কিছু কথা- কাজী রুনালায়লা খানমের কবিতায় ফুটে ওঠে নতুন বোধের ছবি। শব্দ ভেঙে সঞ্জাত এক নবীন ভুবন পাঠককে নিয়ে যায় কাঙ্খিত এক জগতে। চোখে আঙুল দিয়ে কবি দেখান তাঁর চারপাশ নিজস্ব বিষন্নতা নিয়ে ঘিরে ধরছে আমাদের যার সাথে মিশছে এক অদ্ভুত বাস্তবতা। পাঠ শেষে পাঠক সম্মুখীন হন আত্মদর্শনের কল্পিত আয়নার সামনে। ভাবতে হয় নতুন করে। চেতনার স্তরে সৃষ্টি হয় অলীক শব্দমালা।
No comments:
Post a Comment