Tuesday, September 10, 2019




প্রাপ্তি স্বীকার ও পাঠ প্রতিক্রিয়া 
শৌভিক রায় 


নিজে যে পত্রিকায় লিখেছি সে পত্রিকা নিয়ে কিছু লিখতে কুন্ঠিত বোধ করি। এই জাতীয় পাঠ প্রতিক্রিয়া কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়ে প্রশ্নও উঠতে পারে। কিন্তু তবু দু`চার কথা না বললে নয়। 

শ্রীমতী তনুশ্রী পাল সম্পাদিত জলপাইগুড়ি থেকে প্রকাশিত 'তিস্তা নন্দিনী' একটি পরিচিত নাম। দীঘদিন থেকে এই পত্রিকা প্রকাশ হয়ে আসছে। ২০১৯ সালে এই পত্রিকার 'গদ্য সংগ্রহ' নিঃসন্দেহে একটি অসাধারণ প্রয়াস। বর্ষিয়ান অর্ণব সেন-সহ বহু গুণীজনের লেখায় সমৃদ্ধ হয়েছে এই সংখ্যাটি। মহারানী সুনীতি দেবীর সাহিত্য চর্চা থেকে শুরু করে প্রাচীন ভারতের নারীকবি, জলপাইগুড়ির জলছবি, সুনীতি বালা চন্দের কথা উঠে এসেছে বিভিন্ন লেখকদের কলমে। একগুচ্ছ দুরন্ত গল্প, উপন্যাস, ভ্রমণ ইত্যাদিতে সজ্জিত পত্রিকাটির কাগজ, মুদ্রণ, অলংকরণ সহজেই আকৃষ্ট করে। সুন্দর প্রচ্ছদ-সহ, প্রকাশক 'এখন ডুয়ার্স` সত্যিই একটি ভাল উপহার দিয়েছেন পাঠকসমাজকে। 

অধ্যাপক ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী স্মৃতি পত্রিকা 'গোডো আসবেই' দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যাটিতে প্রদীপ রায়, মহম্মদ লতিফ হোসেন, অভিজিৎ দাস, সম্রাট দাসের সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলি উচ্চমানের। চলচ্চিত্র বিষয়ক নিবন্ধে মুন্সিয়ানা দেখিয়েছেন সুপ্রতীক চক্রবর্তী, দিবাকর মুখার্জী, দীপালোক ভট্টাচার্য ও আরণ্যক চক্রবর্তী। শাঁওলি দে ও বিকাশ চক্রবর্তীর ভ্রমণ কাহিনী জীবন্ত। কবিতায় শুভাশিস দাশ, ভাস্কর চক্রবর্তী, নীলাদ্রি দেব, তুলি চক্রবর্তী নিজেদের সুনাম বজায় রেখেছেন। ডঃ সুশান্ত কুমার চক্রবর্তীকে স্মরণ করে প্রশান্ত দেবের লেখাটি মন ভারী করে তোলে। আর ডঃ সুশান্ত কুমার চক্রবর্তীর ছাত্র হিসেবে পত্রিকা থেকে আমার সেরা পাওনা স্যারের নিজের লেখা ছোট গল্প 'অন্য পাখি`। কোচবিহার থেকে প্রকাশিত, অভিজিৎ দাশ ও তুলি চক্রবর্তী সম্পাদিত পত্রিকাটির প্রচ্ছদ করেছেন অমিত সিনহা। ছিমছাম পত্রিকাটি বেশ ভাল লাগে। 

তরুণ তুর্কি মানবেন্দ্র চন্দ দিনহাটা থেকে প্রকাশ করে চলেছে 'সাঁঝবাতি`পত্রিকাটি। সম্প্রতি এই পত্রিকার তিনটে সংখ্যা হাতে এসেছে। তাই নির্দিষ্ট করে কোনো একটি সংখ্যা নয়, তিনটি সংখ্যার কথাই একসঙ্গে লিখছি। তিনটে সংখ্যার সূচি থেকে একটা জিনিস পরিষ্কার যে, সম্পাদক নবীনদের লেখা প্রকাশে বেশি আগ্রহী। এটি একটি সদর্থক দিক বলেই মনে করি। কেননা, নবীন প্রতিভা তুলে আনাই লিটিল ম্যাগের অন্যতম উদ্দেশ্য। বলতে দ্বিধা নেই যে, মানবেন্দ্র সেই কাজটি সুচারুভাবে করছেন। তবে শুধু নবীনরাই নন, পরিচিত ও বয়স্ক লেখকরাও রয়েছেন। এই মেলবন্ধনে পত্রিকার নানা সংখ্যা সুন্দরভাবে সেজে উঠেছে। 'সাঁঝবাতি'র এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আগামীর শুভেচ্ছা রইল সাঁঝবাতির জন্য।  

No comments:

Post a Comment