Sunday, November 3, 2019




সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা

রাত্রি 

দীপ্তিমান মোদক 


অল্প আলোর গলিটাতে,বাবুদের আনাগোনা। 
রাত্রি ওখানেই থাকে।
শরীরটাকে বিলিয়ে দেয়,ইচ্ছে ছাড়া। 
বিনিময়ে আসে মোটা অংকের টাকা
উপায় নেই....     
ঘরে দুটো জীবন্ত লাশ।
রাত্রির চোখে পৃথিবী সমান স্বপ্ন, 
কিন্তু ভোরের বিষন্নতা থেকে রাতের ক্লান্তির ছাপ
ঐ পর্যন্তই তার জীবন। 
শরীর যতবার ভোগ হয়েছে ততবার, 
বুকের ভেতরের মাংসপিণ্ডটাতে ছুরির আঘাত লেগেছে। 
যে নাকি বাধ্য হয়ে শাড়ির আঁচল নামিয়ে রাখে,
সে প্রতিরাতে স্বপ্ন দেখে
মাথায় ঘোমটা দিয়ে সাঁঝবাতির। 
স্বপ্নটাও দেখা পূরণ হয় না,কে যেন আবার
দরজায় কড়া নাড়ে..... 

মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬                                

No comments:

Post a Comment