Sunday, November 3, 2019



সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা

 অভিমান
      
শ্যামল কুমার রায়



শিউলি, তুই কৃষ্ণকলি 
আর আমি? বেণীমাধব।
মালতীবালা স্কুল? থাক না হয়।
রাত ভোর ঝগড়া করে ক্লান্ত দু'জনেই  
অথচ,ভোরের শিউলির মতোই তাজা তুই
কখন যে অভিমান সরিয়ে,
আঘাতগুলোকে লুকিয়ে
কখন কাছে চলে এলি-
জানতেও পারলাম না। 
মুখ না দেখার- সেই রাতের প্রতিজ্ঞা? 
শিশিরের জলে ধুয়ে,মুছে গেছে 
শুধু থমথমে মুখ,আর জমা অভিমান।
সকালে অফিস, মনাই এর স্কুল, মায়ের ওষুধ 
তোর দিন কেটে যায়,ব্যস্ততা আর উৎকণ্ঠায় 
মনাই আর আমি ফিরে এলে,বড় নিশ্চিন্ত তুই 
চেনা ছন্দে, শুধু তোর গিন্নিপনা
কিন্তু, রাতে? তোকে ছুঁতে চাওয়ার সেই মুহূর্তে!
কোন সে আবেশে, কান্না নেমে আসে?
মলিনতার শেষ, ভালোবাসাবাসির শুরু।


মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment