সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
ব্যর্থতা
মাথুর দাস
চতুর্দিকে বাড়তে থাকা অসুর
দাপায়, কাঁপায়, আর গর্জে, হামলায় --
ফি শরতে ডাকতেও নেই কসুর,
আশায় থাকি যদি 'সে' এসে সামলায় ।
প্রাণের দায়ে কাতর জনে সব
'বাঁচাও' 'বাঁচাও' করে আর্ত রব,
আকাশ বাতাস জল স্থল কি বনে ;
শান্তি পেতে সইছে না যে সবুর,
সহ্য-সীমা শেষ হয়-হয়, তবু --
এবারও বিফল দুর্গা অসুর নিধনে ।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment