সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
আলো আঁধারে
পারমিতা রাহা হালদার
প্রজ্জ্বলিত শিখার রোশনাই রাতের আকাশ জড়িয়েছে দেখো,
জ্বলছে সারি সারি সাজানো প্রদীপ,খুশির আমেজ মাখো।
আলো ছায়ার মাঝে অন্ধকার ঘনায়,থাকে ক্লান্তির রেশ,
ক্ষুধার্ত পেট কুড়ায় খোঁজে উচ্ছিষ্ট খাবার, হাহাকারের ঠেস।
তুলসী তলায় দীপের আলোয় দীপান্বিতা সাজে নীড়ে,
বস্তির ঘরে অন্ধকার,উদাস হয়ে কাঁদি মন-মন্দিরে।
বাজনা বাজে, জাঁকজমাটি হৃদয় জুড়ে জ্বলুক আলো ,
বস্তির ঘরের গ্লানি মুছে পঙ্কিলতা সব ধুয়ে ফেলো।
উৎসবের মাস আতস বাজি আলো উজ্জ্বল জোৎস্না মেশে,
স্বচ্ছ আলোর প্রলেপ পড়ুক দ্বন্দ্ব ঘুচুক অবশেষে।
শহর জুড়ে মাটির মায়ের মঙ্গলদীপ জ্বলে ঘরে,
অসহায় নারী রাবণ রাজ্যে মুখ লুকিয়ে কেঁদে মরে।
পথের শিশু পথেই থাকে জ্বলে না আগুন কুঁড়ে ঘরে ,
দীপের আলো তোমার আমার ঘরেই বিরাজ করে।
কার্তিকের আহ্বানে শঙ্খ ধ্বনি দীপ্তিময় শুভ চেতনা,
দীপের আলোর প্রলেপ অশুভ বিনাশের হয় রচনা ।
ভালোবাসার সাজিয়ে ডালা আঁধার ঘুচায় দীপাবলি ,
সাজো,সাজাও এ দেশ আমার,ভন্ড খুলুক নামাবলী ।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment