শাবলু শাহাবউদ্দিন
বিজয়ের টানে
জয় পরাজয়ের শঙ্কা নিয়ে এসে ছিলেন বীর সন্তান
সৃষ্টিকর্তা মহান তিনি রেখেছিলেন তাদের মান
রক্ত দিয়ে শক্ত হাতে ভাঙলেন পাষাণের ধ্যান
নয়টি মাসের কষ্ট শেষে ফিরে পেলেন বিজয়ের উদ্যান ।
শত শত মা উৎসর্গ করে দিলেন দামাল বীর সন্তান
ক্লান্ত নেই, জীবন দিয়ে অস্ত্র নিয়ে হাতে
পাক হানাদার হঠিয়েছে কঠিন সাহস তাতে
বীর বাঙালি কঠিন সাহস অস্ত্র ধরে হাতে
জীবন দিছে যুদ্ধ করে পাক হানাদার মাঠে।
আয় সবে আয় গাইরে আজ বাংলা বিজয়ের গান
বীর সেনারা দিয়ে গেছে বাংলা মোদের দান
কলঙ্কের আজ কাল পতাকা নাইরে বাংলার প্রাণে
জয় উৎসবে মেতে উঠবো বাংলা বিজয়ের টানে ।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment