মাথুর দাস
নতুন বছর নতুন কিছু
নতুন বছর নতুন কিছু ভাবতে গেলে
আঁকড়ে ধরে মগজটিকে চিন্তা কিছু,
খেই হারিয়ে সে-ই করোনা পিছু পিছু
করেই ধাওয়া হাওয়ার বেগে এলেবেলে ।
নতুন বছর কী-ই বা হবে নতুন মোড় !
আত্মসুখের চিন্তা যত মানুষ জনের ।
কেই বা ভাবে অভাব বলো অভাজনের ?
সব মিলিয়ে সবই তো সেই খাড়া-বড়ি-থোড় ।
'এইটি হবে' 'ওইটি হবে', ওসব শুধুই তত্ত্বকথা ;
স্বার্থটুকু জড়িয়ে থাকে, থাকবে আরো তীব্র হয়ে ।
দূষণ-ভেজাল-প্রতারণা, ভাবছ তা কি যাবে ক্ষয়ে ?
শুনতে হবে বচ্ছরভর শান্তিবাণীর কথকতা ।
মনকে বলি, 'আশাবাদে মন ভরো না' ?
পর ক্ষণেই কাঁপতে থাকি আতঙ্কে যে !
আসছে নাকি নঈ বছরে দ্বিগুণ তেজে
এই করোনার ডিউ-পার্টটি 'নিউ-করোনা' ।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment