সম্পাদকের কথা
কোনও নতুন বছরের জন্য এরকম অধীর আগ্রহে প্রতীক্ষা বোধহয় আমরা কোনোদিন করি নি! ভাল লাগছে ভেবে যে, বহু প্রতীক্ষিত ২০২১ অবশেষে শুরু হয়েছে। বিদায় নিয়েছে ২০২০।
কিন্তু তার মানে এই নয় যে, বছর বিদায়ের সঙ্গে সঙ্গে সব দুঃস্বপ্নের অবসান হয়ে গেল। বরং নতুন করে লড়াই শুরু হল বিরুদ্ধ প্রকৃতির বিপক্ষে।
তবে কি নতুন বছরের কোনও তাৎপর্য নেই? অবশ্যই আছে। আসলে নতুন মানেই নতুন করে শুরু সব। আর এই 'সব'-এর মধ্যে রয়েছে আমাদের নিজেদের বেঁচে থাকাটিও। বারবার মরতে বসা আমরা প্রতিবার নতুন বছরের শুরুতেই বেঁচে উঠি আবার। তাই তো নতুনের আদর সবসময় বেশি!
আশা করা যায় যে, আগামীদিনগুলি আমাদের কাছে সুদিনের বার্তা নিয়ে আসবে। ইতিমধ্যে কিছু ভাল সংবাদে সেই আশা দ্বিগুন হচ্ছে। দ্রুত সব ঠিক হোক সে তো বলা বাহুল্য! শুধু যেটা বলবার সেটা হল যে, বিগত বছরের দুঃখ, কষ্ট, মৃত্যু যেন আমরা না ভুলি। এসবের মধ্যে থেকেই যেন শিক্ষা নিই আমরা সুন্দর পৃথিবী গড়ার।
নতুন বছরে শুভেচ্ছা ও শুভকামনা সবাইকে।
মুজনাই সাহিত্য সংস্থা
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com (মাসিক অনলাইন)
- mujnaiweekly@gmail.com (সাপ্তাহিক)
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment