Saturday, September 4, 2021


শিক্ষক দিবস

রীতা মোদক



   ছোটো বেলায় দেখতাম মা সারাদিন শুধু কাজে ব্যস্ত  থাকতো । আমরা চার বোন , বাবা - মা , ঠাকুমা ঠাকুরদাদা মিলে আটজন ছিলাম । মা একা হাতেই সব সামলাত। মা রান্না ঘরে রান্না করতো , আমি একটা বড় পিঁড়িতে বই রেখে , আর একটা পিঁড়িতে বসে জোরে জোরে পড়তাম। ভুল হলে মা খুন্তি নাড়তে নাড়তেই পড়া বলে দিত । দৌঁড়ে এসে লেখা ঠিক করে দিত । গরমের রাতে উঠোনে চট পেতে মাঝখানে একটা হেরিকেন রেখে চার বোন একসাথে পড়তাম । মা পাশে বসে   কাগজের ঠোঙ্গা বানাতে বানাতে আমাদের পড়া দেখিয়ে দিতো । আমার কাছে আমার  মা প্রথম শিক্ষাগুরু ।

আমি তখন ক্লাস টেন এ । স্কুলের দিদিমনিরা আমাকে নিয়ে খুব চিন্তিত । মধ্যমিক এর রেজাল্ট ভালো করার  জন্য আমার দুঃসম্পর্কের এক দিদি মাথাভাঙ্গা হাই স্কুলের  এক স্যার এর কাছে যেতে বলেন । আমি সন্ধায় মাকে নিয়ে উনার বাড়ি যাই । তিনি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেন -"তুমি বড় হয়ে কি হতে চাও । "
আমি বলেছিলাম -- "স্কুলের দিদিমনি হতে চাই ।" একথা শুনে খুব খুশি হলেন এবং পরের দিন থেকে আমি   উনার কাছে আমি টিউশন পড়তে থাকি ।
  .ইলেভেন এ উঠেও আমি উনার কাছে বায়োলজি  পড়তাম । একদিন স্যার আমাকে সব বন্ধুদের মাঝখান থেকে ডেকে বলেন -- "তোমার কাকিমা তোমাকে ডাকছে ।"  কাকিমার কাছে গেলে উনি অনেকগুলি ঘড়ি আমাকে দেখিয়ে বলেন -- "দেখোনা তোমার স্যার কতগুলো ঘড়ি নিয়ে এসেছেন ,
আমাকে একটা পছন্দ করে দেবে ? "
একটা ঘড়ি পছন্দ করে দিলে  কাকিমা বলেন -"এই ঘড়িটা তোমার , তোমার স্যার তোমাকে দিতে বলেছেন ।"
আমি স্যার এর কাছে বিনা বেতনে টিউশন পড়েছি , উপহার পেয়েছি । পরিবর্তে উনাকে কিছুই দিতে পারিনি ।  আজ শিক্ষক দিবসে স্যারকে আমি প্রণাম ও শ্রদ্ধা জানাই ।

No comments:

Post a Comment